প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2025 ইং
মধুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থীর
    
টাঙ্গাইলরে মধুপুরে স্থানীয় সংবাদ র্কমীদরে সাথে মতবনিমিয় করছনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনরে বাংলাদশেরে জামায়াতে ইসলামী'র মনোনীত  র্প্রাথী ও মধুপুর সরকারি কলজেরে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোন্তাজ আলী। 
বুধবার (২৯ অক্টোবর) রাতে মধুপুর প্রসেক্লাব কক্ষে স্থানীয় সাংবাদকিদরে সঙ্গে মতবনিমিয় করছেনে।
আসনকে ঘরিে জাতীয় সংসদ নর্বিাচনকে সামনে রখেে স্থানীয় রাজনতৈকি অঙ্গনে চলছে সরগরম অবস্থা। উত্তাপ ছড়াচ্ছে ভোটরে মাঠে নানা দলরে র্প্রাথীরা।
মতবনিমিয় সভায় তনিি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নর্বিাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়)ি নর্বিাচনকে সামনে রখেে স্থানীয় সংবাদ র্কমীদরে সহযোগতিা কামনা করনে এবং সুষ্ঠু, নরিপক্ষে ও শান্তপর্িূণ নর্বিাচনরে পরবিশে তরৈতিে সংবাদর্কমীদরে ভূমকিার প্রশংসা করনে।
অধ্যক্ষ মোন্তাজ আলী বলনে, সাংবাদকিরা সমাজরে র্দপণ। জনগণরে প্রত্যাশা ও সমস্যাগুলো তুলে ধরে তারাই দশেরে উন্নয়নে গুরুত্বর্পূণ ভূমকিা রাখছনে। আমি বশ্বিাস কর,ি মধুপুর-ধনবাড়ীর জনগণ উন্নয়ন, ন্যায় ও আর্দশরে পক্ষে রায় দবেনে।
তনিি আরও বলনে, আমি শক্ষিা জীবনে যমেন সততা ও দায়ত্বিশীলতার সঙ্গে কাজ করছে,ি তমেনি রাজনীততিওে জনগণরে সবো ও কল্যাণে কাজ করতে চাই। এজন্য গণমাধ্যমরে সহযোগতিা প্রয়োজন।
সভায় মধুপুর প্রসেক্লাবরে সভাপতি জয়নাল আবদেীন,  সহ-সভাপতি মজেবাহ উদ্দনি আহমদে, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, দনৈকি আজকরে প্রতকিার টাঙ্গাইল জলো প্রতনিধিি আনোয়ার সাদাৎ ইমরানদ, নাজবিুল বাশার, আব্দুল হাকমি'সহ স্থানীয় বভিন্নি গণমাধ্যমরে সাংবাদকিরা উপস্থতি ছলিনে।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com